২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩২, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে ৯টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : শক্তির পাঁচটি রূপের নাম লিখ।
উত্তর : শক্তির বিভিন্ন রূপের পাঁচটি উদাহরণ হলো-
১. তাপশক্তি ২. আলোকশক্তি ৩. শব্দশক্তি
৪. রাসায়নিক শক্তি ৫. সৌরশক্তি।
প্রশ্ন : তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?
উত্তর : তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো-
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ।
প্রশ্ন : কিভাবে আলো সঞ্চালিত হয়?
উত্তর : আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
প্রশ্ন : পরমাণু কী?
উত্তর : পদার্থের অতি সূক্ষ্ম কণা যা খালি চোখে দেখা যায় না তা হলো পরমাণু।
প্রশ্ন : গিটার কোন ধরনের শক্তি উৎপন্ন করে?
উত্তর : গিটার শব্দশক্তি উৎপন্ন করে।
প্রশ্ন : পাঁচ রকম শক্তির নাম লিখ।
উত্তর : শক্তির বিভিন্ন রকম উৎস রয়েছে। এসব উৎস থেকে বিভিন্ন রকম শক্তি উৎপন্ন হয়। পাঁচ রকম শক্তির নাম হলো- ১. আলোকশক্তি ২. বিদ্যুৎশক্তি ৩. শব্দশক্তি ৪. তাপশক্তি ৫. রাসায়নিক শক্তি।
প্রশ্ন : পদার্থ পরমাণু দিয়ে তৈরি, এ কথা কোন বিজ্ঞানী বলেন?
উত্তর : ১৮০৮ সালে পরমাণু তত্ত্ব যথাযথভাবে উপস্থিত করেন বিজ্ঞানী জন ডাল্টন। ডাল্টনই স্পষ্ট বলেন যে, সব পদার্থ পরমাণু দিয়ে গঠিত এবং এই পরমাণু অবিভাজ্য অর্থাৎ ভাঙা যায় না।
প্রশ্ন : কাজ করার সামর্থ্যকে কী বলে?
উত্তর : কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
প্রশ্ন : পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?
উত্তর : পদার্থের দশা পরিবর্তনের কারণ হলো তাপ। তাপ প্রয়োগে পদার্থ কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় অবস্থায় পরিবর্তিত হয়।


আরো সংবাদ



premium cement